সিনেমা সিরিয়াল সরাসরি রাজনীতির। ভোটের মুখে নায়িকা মহল দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। টলিপাড়ায় বিধানসভা নির্বাচনের হাওয়া লেগেছে। প্রথম সারির নায়কদের অনেকে এখনো প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে।তবে হাতেগোনা কয়েকজন বাদ দিলে প্রথম সারির অধিকাংশ নায়িকা মেতেছেন রাজনীতিতে। তৃণমূল না হয় বিজেপি, মূলত 20 ভাগ হয়ে যাচ্ছে নায়িকা মহল।গত লোকসভা নির্বাচনে নুসরাত জাহান আর মিমি চক্রবর্তীর সাংসদ হয়ে যাওয়ার পর,তারা যে অনেককে পথ দেখিয়েছেন সন্দেহ নেই। তবে এবার বিধানসভা নির্বাচনে কেউ পিছনে পড়ে থাকতে চান না। তাদের সঙ্গে রয়েছে টেলিভিশনের জনপ্রিয় কিছু মুখ, যারা এবার প্রত্যক্ষ রাজনীতিতে নামছেন। কে কোন শিবিরে, কাকে নিয়ে কোন চর্চা। তবে প্রার্থী তালিকা ঘোষণার সময় কোন কোন চমক হবে সে দিকেও নজর রাখতে হবে।



শতাব্দি রায়: যথেষ্ট গুরুত্ব না পেলে সবুজ শিবির ছেড়ে যেতে পারেন, একথা তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই টলিপাড়ার আসা, তিনি টিকিট পাবেন।


দেবশ্রী রায়: সবুজ শিবিরের জনপ্রতিনিধি সম্প্রতি স্পষ্ট করেছেন, তিনি এবারের নির্বাচনে লড়তে চান না। দেখা যাক, মাননীয়া মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি সিদ্ধান্ত নেন।


ঋতুপর্ণা সেনগুপ্ত: প্রত্যক্ষ রাজনীতিতে থেকে দূরে থাকতে চান, এমনই বার্তা দিয়েছেন তিনি। বিজেপি শিবিরের বিশেষ পছন্দ তাকে। তেমনই চর্চার হয়েছে।


কোয়েল মল্লিক: প্রত্যক্ষ রাজনীতিতে দূরে রয়েছেন,এখনো পর্যন্ত অভিনয় আর পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভালোই।


নুসরাত জাহান: তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি কি দলবদল করবে? চর্চা তুঙ্গে, তবে নুসরাতের এখনো সে রকম কোনো পদক্ষেপ করেননি।

মিমি চক্রবর্তী: তৃণমূল কংগ্রেসের সংসদ। তিনি বিধানসভা নির্বাচনের আগে দলবদল করছেন, এমন কোনো ইঙ্গিত নেই।


ইন্দ্রানী হালদার: এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান না তিনি, সেটা স্পষ্ট করেছেন তবে নজরে রয়েছেন।


 
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: মিমি নুসরাত এর মত 'মোস্ট ওয়ান্টেড' প্রার্থী তিনি। বিধানসভা নির্বাচনের কালো ঘোড়া বলা হচ্ছে তাকে। যোগ দিয়েছেন বিজেপিতে।




পায়েল সরকার:বিজেপিতে যোগ দিয়েই স্পষ্ট করে দিয়েছেন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান।



পর্নো মিত্র: গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।




কৌশানী মুখোপাধ্যায়: তৃণমূলে যোগ দিয়েছেন।



সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়: ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন।





রাইমা সেন: গেরুয়া শিবিরের বিশেষ পছন্দের প্রার্থী হতে পারেন।



তনুশ্রী চক্রবর্তী: গেরুয়া শিবিরে যোগ দেবেন আগামী দিনে, এমন চর্চা জোরদার। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক।



শুভশ্রী গঙ্গোপাধ্যায়:তার স্বামী রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। নায়িকা রাজনীতির ময়দানে এখনো পদার্পণ করেননি।



স্বস্তিকা মুখোপাধ্যায়: স্বস্তিকা তাদের প্রার্থী হচ্ছেন, এমন চর্চাই নেই কোন শিবিরে। তবে রাজনীতির গল্পের নতুন মোড় আসতে কতক্ষণ।




পাওলি দাম:এই মুহূর্তে টলিপাড়ায় তাকে ঘিরে কোন জল্পনা নেই।


প্রিয়াঙ্কা সরকার: সবুজ শিবিরে তাকে যে দেখা যায় না এমন নয়। এই মুহূর্তে টলিপাড়ায় তাকে ঘিরে জল্পনা ঠান্ডা।



সায়নী ঘোষ: সবুজ শিবিরে যোগ দিয়েছেন। পাখি নিয়ে চর্চা রয়েছে ভালো রকম।




অঞ্জনা বসু ইনি বিজেপির প্রার্থী হতে পারেন।রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র বা পাপিয়া অধিকারী, রুপা ভট্টাচার্যদের মধ্যে কে টিকিট পাবেন, তা নিয়ে চর্চা তুঙ্গে। জুন মালিয়া বা রনিতা দাসও সমর্থন করেছেন সবুজ শিবিরকে।এর বাইরে ও টেলিভিশনের ১৫ টি লোক রয়েছে যারা প্রত্যক্ষ রাজনীতির ময়দানে লড়তে চান। তবে বাণিজ্যিক ছবি জনপ্রিয় নায়িকাদের পক্ষে টিকিট পাওয়া যতটা সহজ, তাদের ক্ষেত্রে বিষয়টি তেমন সহজ নয়।



Post a Comment

নবীনতর পূর্বতন